স্থগিত হওয়া পরীক্ষা দিতে এসে আটকে পড়া শিক্ষার্থীদের নিজস্ব বাসে করে বাড়ি পৌঁছে দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য আনন্দ কুমার সাহা এ তথ্য জানান।
অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘শিক্ষার্থীদের পক্ষ থেকে বাড়ি পৌঁছানোর ব্যাপারে ছাত্র উপদেষ্টা বা প্রক্টর দপ্তরের সরাসরি জানায়নি কেউ। তবুও আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। কোন অঞ্চলের কত সংখ্যক শিক্ষার্থী রাজশাহীতে আটকে আছেন, সেটি নির্দিষ্ট নয়। ‘
আনন্দ কুমার সাহা আরও বলেন, ‘এ বিষয়ে উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, প্রক্টর এবং পরিবহন প্রশাসকের সঙ্গে আলোচনা করব। আলোচনার মাধ্যমে আগামী দুই-এক দিনের মধ্যে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আটকে পড়া শিক্ষার্থীদের তালিকা করে দ্রুতই নির্দিষ্ট তারিখ জানানো হবে। তবে আশা করছি ঈদের আগেই শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে পারব।’
আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান জানান, কোন জেলার/ বিভাগের কত সংখ্যক ছাত্রছাত্রী এ পরিবহনসেবা নিতে চান, তার তথ্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে নেই। এ তথ্য সংগ্রহের জন্য আগামীকাল সোমবার বিকেলের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি লিঙ্ক তৈরি করা হবে। ছাত্রছাত্রীরা যারা এ সেবা নিতে চান, তারা তাদের আইডি-পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য দিতে পারবেন। প্রদত্ত তথ্যের ওপর ভিত্তি করে গাড়ির সম্ভাব্য রুট নির্ধারণ করা হবে। তথ্য দেওয়ার জন্য তাদের সশরীরে প্রক্টর অফিসে আসার প্রয়োজন নেই।’
এর আগে গত ২০ জুন থেকে বিভিন্ন বর্ষের ২০১৯ সালের এবং ৪ জুলাই থেকে ২০২০ সালের পরীক্ষা শুরু করতে বিভাগগুলোকে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিন অনুসারে রাজশাহী আসেন শিক্ষার্থীরা। কিন্তু করোনা পরিস্থিতি ও লকডাউন বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট বিভাগ সব পরীক্ষা স্থগিত করে। এতে বাসায় ফেরা নিয়ে বিপাকে পড়েন শিক্ষার্থীরা।