শুক্রবার, মার্চ ৫, ২০২১
  • আমরা
  • বিজ্ঞাপন
  • প্রাইভেসি ও পলিসি
  • যোগাযোগ
Grameennews24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • ক্যারিয়ার
  • লাইফ স্টাইল
Grameennews24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • ক্যারিয়ার
  • লাইফ স্টাইল
Grameennews24
Home জাতীয়

বরিশাল বিশ্ববিদ্যালয় : নান্দনিক এক নির্বাচনের কারিগর

Panda gnews by Panda gnews
জানুয়ারি ৩১, ২০২১
in জাতীয়, শিক্ষা
2 min read
0
বরিশাল বিশ্ববিদ্যালয় : নান্দনিক এক নির্বাচনের কারিগর
0
SHARES
48
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশেষ প্রতিনিধি :

কোভিড-১৯ পরিস্থিতি, নানা সীমাবদ্ধতা ও পারিপাশ্বিক চাপের মধ্যেও কতটা নান্দনিক, নিরপেক্ষ, সুন্দর ও দৃষ্টিনন্দন নির্বাচন আয়োজন করা যায়, ২৮ জানুয়ারি ২০২১ যেন তারই মহোৎসব হয়ে গেল দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ে। বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন নির্বাচন ২০২১ এর প্রধান নির্বাচন কমিশনার কথাসাহিত্যিক, কলামিস্ট ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সহকারী পরিচালক এস. এম. আরাফাত শাহরিয়ারের নানা সৃজনশীল ও ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা এখন সবার মুখে মুখে। অনেকেরই মন্তব্য, এত চমৎকার নির্বাচন কখনো প্রত্যক্ষ করেনি তারা। যেকোনো নির্বাচন থেকে এটি ছিল অনন্য, ব্যতিক্রম ও বৈচিত্র্যময়।

এস. এম. আরাফাত শাহরিয়ার নির্বাচনের শুরুতেই ঘোষণা দিয়েছিলেন, ‘এটি নির্বাচন নয়, উৎসব’। তারই প্রতিফলন ঘটে নির্বাচনের শুরু থেকে ফল ঘোষণা অবধি। নির্বাচনী তফসিল ঘোষণার আগে নানা গুঞ্জন থাকলেও মিলিয়ে যায় তা মুহূর্তেই। নির্বাচন কমিশনের একের পর এক উদ্যোগ প্রশংসা পায় সর্বস্তরে।

নির্বাচন কমিশন প্রার্থী ও ভোটারদের নিয়ে গত ২৭ জানুয়ারি আয়োজন করে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের। অনুষ্ঠানে সভাপতি প্রার্থী মো. বাহাউদ্দিন গোলাপ ও মো. রফিকুল ইসলাম সেরনিয়াবাত একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুধু তাই নয়, একে অপরকে মিষ্টিমুখ করান তারা। এভাবে সাধারণ সম্পাদক প্রার্থী ডাঃ মো. তানজীন হোসেন ও আবু হাচান একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারাও একে অপরের মুখে মিষ্টি তুলে দেন। এভাবেই প্রতিদ্বন্ধী প্রার্থীদের দিয়ে একে অপরকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে সৌহার্দ্যের বার্তা দিতে চেয়েছেন নির্বাচন কমিশন প্রধান এস. এম. আরাফাত শাহরিয়ার। এই সৌর্হাদ্য বজায় ছিল শেষ পর্যন্ত। এটি বিশ্ববিদ্যালয়ের কর্মপরিবেশ সুন্দর করতে ভূমিকা রাখবে বলে মনে করছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার এস. এম. আরাফাত শাহরিয়ার, নির্বাচন কমিশনার মো. নজরুল ইসলাম হাওলাদার ও মোসা. দুলসাদ বেগম বীথির উপস্থিতিতে ২৭ জানুয়ারি ভোটারের মুখোমুখি হোন প্রার্থীরা। এতে ছিল প্রশ্ন করার সুযোগ। মতবিনিময় সভায় নির্বাচনের আচরণবিধি ও নিয়মকানুনের ঘোষণা দেন নির্বাচন কমিশনের সদস্যরা। এতে রঙিন ব্যালট পেপার উন্মোচন করা হয়। এবারের নির্বাচনে প্রথমবারের মতো রঙিন ব্যালট পেপার যেমন ব্যবহার করা হয়, পুরো নির্বাচনটিই ছিল আক্ষরিক অর্থেই রঙিন।

নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ভোটকেন্দ্রে প্রথমবারের মতো শোভা পায় নির্বাচন কমিশনের রঙিন সব পোস্টার ও ফেস্টুন। নির্বাচন আচরণবিধি ও নিয়মাবলি সম্বলিত বিশাল একটি ব্যানারে টাঙ্গিয়ে দেওয়া হয় ভোটকেন্দ্রে। ‘নো মাস্ক, নো ভোট’, ‘আমার ভোট আমি দেব, যাকে পছন্দ তাকে দেব’, ‘প্রতিযোগিতা নয় উৎসব, বিজয়ের মালা সবার হোক’, ‘হয় জিত নয় হার, করব না মন ভার’ এরকম নানা ফেস্টুন দৃষ্টি কাড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভোটার, প্রার্থী, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীসহ সবার।

নির্বাচনটি আক্ষরিক অর্থেই ছিল একটি উৎসব। ভোটকেন্দ্র ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনের খোলা প্রান্তরে সবাই চেয়ার পেতে বসে রোদ পোহাতে পোহাতে মেতে উঠে প্রাণবন্ত আড্ডায়। মুছে যায় অতীতের সব তিক্ততা, ভেদাভেদ। সবাই মিলে দুপুরের খাবার খেয়েছেন, বরিশালের অভিজাত একটি রেস্তোরাঁ থেকে আনা হয়েছিল খাবার। প্রথমবারের মতো ভোটার, প্রার্থীসহ সবার জন্য দুপুরের খাবারের আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো নির্বাচন কমিশন। এটি নির্বাচন নয়, যেন বনভোজন! ভোটারকে আপ্যায়িত করে প্রভাবিত করা যাবে না, এমন নির্বাচনী আচরণবিধিতে থাকলেও বিগত দিনে তার ব্যত্যয় হতে দেখা গেছে। সবার মধ্যে হৃদ্যতা বাড়ানোর একটি উদ্যোগ হিসেবে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বেশি সময় ধরে ভোট নেওয়ার কারণে কমিশন দুপুরের খাবারের আয়োজন করে। এটি নির্বাচনের দিন বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এনে দেয় উৎসবের আমেজ।

করোনা পরিস্থিতি বিবেচনায় প্রথমবারের মতো ৮টি গ্রুপে ভাগ করা হয় সব ভোটারদের। এতে প্রতি গ্রুপের সর্বোচ্চ ১০ জন ভোটারের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয় ৩০ মিনিট করে। দুটি বুথ থাকায় প্রতি ভোটার সময় পান অন্তত ৬ মিনিট করে। গ্রুপভিত্তিক ভোটারদের সময় নির্ধারণের বিষয়টি কোনো নির্বাচনে প্রথম হলেও অনন্য এই উদ্যোগকে ইতিবাচকভাবে নেন ভোটাররা, নির্ধারিত সময়ে সুশৃঙ্খলভাবে ভোট দেন সবাই।

নির্বাচন কেন্দ্রে স্বাস্থ্যবিধি অনুসারে গোল চিহ্ন দিয়ে নির্ধারিত দূরত্বে দাঁড়ানোর স্থান চিহ্নিত করে দেওয়া হয়, যেখানে উপস্থিত ভোটাররা দাঁড়ান ও সুশৃঙ্খলভাবে ভোট দেন। কমিশন আগেই ঘোষণা করেছিলেন, ‘মাস্ক পরিহিত না থাকলে ভোট দেওয়া যাবে না। নির্বাচনী এলাকায় প্রার্থী, ভোটার বা নির্বাচন সংশ্লিষ্ট কেউ মাস্ক না পরে প্রবেশ করতে পারবেন না।’ নির্বাচন কমিশন প্রার্থী, ভোটার, গণমাধ্যমকর্মী ও নির্বাচন সংশ্লিষ্ট প্রত্যেকের জন্য একটি করে মাস্কের ব্যবস্থা রাখে কেন্দ্রে। ভোটকেন্দ্রে প্রবেশের পথে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার ও স্বাস্থ্য সরঞ্জামের ব্যবস্থা রাখে নির্বাচন কমিশন। বাইরে যেমন এর ব্যবস্থা ছিল, ভোটকেন্দ্রের অভ্যন্তরেও ছিল পর্যাপ্ত স্বাস্থ্য সরঞ্জামের ব্যবস্থা। ভোটের প্রচারণার ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে বলেও জানিয়েছিল কমিশন। স্বাস্থ্যবিধি রক্ষার জন্য এসব উদ্যোগ দৃষ্টান্তমূলক ও অভূতপূর্ব বলে মত দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেকেই।

সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ কগনিশনের সাধারণ সম্পাদক, গণমাধ্যমকর্মী কাজী হাফিজুর রহমান উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনটি সম্পন্ন হয়েছে।’

ভোটারের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে এবারের নির্বাচন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মত দেন সাধারণ ভোটাররা। নির্বাচন কমিশন ঘোষিত ২০টি আচরণবিধির একটিতে ছিল, ‘ভোটারের কাছ থেকে ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা সরাসরি প্রতিশ্রুতি আদায় করে সেটি রেকর্ড, স্ক্রিনশট বা অন্য কোনোভাবে সংরক্ষণ, প্রচার, প্রকাশ বা কোনো ভোটার ভোট দেবেন মর্মে প্রচার কিংবা এই ধরনের ব্যক্তিগত বিষয় প্রকাশ করা যাবে না। এ বিষয়ে অভিযোগের প্রমাণ পেলে প্রার্থী পরবর্তী সময়ে কখনোই এসোসিয়েশনের কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।’

প্রধান নির্বাচন কমিশনার যখন ফল ঘোষণা করছিলেন, সভাপতি পদে বিজয়ী মো. বাহাউদ্দিন গোলাপের নাম ঘোষণা করতেই এ পদে হেরেও অপর প্রার্থী মো. রফিকুল ইসলাম সেরনিয়াবাত বিজয়ী প্রার্থীকে বুকে জড়িয়ে নেন ও উচ্ছ্বাস প্রকাশ করেন। এরকম নজির বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিরল। নির্বাচন কমিশন উপযুক্ত পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছেন বলেই এমন সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সভাপতি পদে মো. বাহাউদ্দিন গোলাপ ছাড়াও সহ-সভাপতি পদে মো. সোলায়মান খান, সাধারণ সম্পাদক আবু হাচান, সহ-সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম তালুকদার, কোষাধ্যক্ষ মো. উম্মাতুল ইসলাম সিয়াম, দপ্তর সম্পাদক মো. হাসিব মিয়া, প্রচার সম্পাদক মো. আরহাম সাঈদ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন মোসা. নূসরাত জাহান। সমাজকল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন মো. নূর ইসলাম। কার্যকরী সদস্য নির্বাচিত হন মো. মিজানুর রহমান, সাইফুল আলম ও মশিউর রহমান খান।

নবনির্বাচিত সভাপতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও বিশিষ্ট সংগঠক মো. বাহাউদ্দিন গোলাপ বলেন, ‘বৈশ্বিক মহামারির মধ্যেও সবটুকু স্বাস্থ্যবিধি অনুসরণ করে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। কমিশনের নান্দনিক ও অনন্যসাধারণ এই আয়োজন আগামী দিনগুলোতে দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি নির্বাচন কমিশনের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।’

নির্বাচনে যারা হেরে গেছেন, তারাও নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু ও নান্দনিক বলে মন্তব্য করেছেন, এটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল দৃষ্টান্ত। রফিকুল ইসলাম সেরনিয়াবাত নির্বাচনকে সুন্দর, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ বলে আখ্যা দেন ও এমন একটি নির্বাচন উপহার দেয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান।

কে এম সানোয়ার পারভেজ লিটন বলেন, ‘নির্বাচন কমিশনকে অভিনন্দন একটি সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য। হেরে গেছি দুঃখ নেই। প্রাণের সংগঠনটির সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি, এজন্যও কমিশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

নির্বাচনে এজেন্টের দায়িত্ব পালন করা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার হাবিবুর রহমান বলেন, ‘বর্তমান ক্রান্তিকালে একটি সুন্দর, স্বচ্ছ ও সৃজনশীল নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) আবু মুহম্মদ বশির বলেন, ‘সুষ্ঠ, সুন্দর ও মনোরম পরিবেশে নির্বাচন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনের সঙ্গে যুক্ত সবাইকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা সুন্দরভাবে একটি নির্বাচন পরিচালনা করার জন্য।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও নির্বাচনের প্রার্থী নুসরাত জাহান নুপুর এবং একাউন্টস অফিসার সোহেল শিকদার ও সেকশন অফিসার মো. সহিদুল ইসলাম রাকিবের সুর মিলে গেছে একখানে, তিনজনেই বলেছেন, ‘ধন্যবাদ নির্বাচন কমিশনকে, একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য।’

টানা দ্বিতীয়বার সহ-সভাপতি পদে নির্বাচিত মো. সোলায়মান খান ‘নিখুঁত ও সৃজনশীল নির্বাচনের ব্যবস্থা করার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান। নির্বাচনটি শুরু থেকে শেষ পর্যন্ত কাভার করা গণমাধ্যমকর্মী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিক মুন্সি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এস. এম. আরাফাত শাহরিয়ারের উদ্দেশ্যে মন্তব্য করেন, ‘কতটা চাপের মধ্যে দিয়ে দায়িত্ব পালন করতে হয়েছে আপনাকে, সেটা উপলব্ধি করার সুযোগ হয়েছে। পারিপার্শ্বিক এত জটিলতার মাঝেও নান্দনিক একটি নির্বাচন সম্পন্ন করতে পেরেছেন, এজন্য আমিও খানিকটা গর্ববোধ করছি।’

বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাচান বলেন, ‘কোভিড-১৯ জনিত বিশ্ব মহামারির মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সুন্দর ও মনোরম পরিবেশে নির্বাচন আয়োজন মাইলফলক হয়ে থাকবে। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কার্যক্রমের শুরু থেকেই সকল কাজে নতুনত্ব এনেছেন। এই প্রথম প্রার্থীরা সাধারণ ভোটারদের মুখোমুখি হয়েছেন। প্রার্থীদের একে অপরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া ও একে অপরকে মিস্টিমুখ করানোসহ অনেক বিষয়ই ছিল নতুন, যেগুলো দারুণ প্রশংসনীয় কাজ। এরকম নানা ইতিবাচক উদ্যোগ এবারের নির্বাচনকে সবচেয়ে সফল নিবাচনে রূপ দিয়েছে। প্রার্থী ও ভোটারদের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা আগের কোনো নির্বাচনে চোখে পড়েনি।’

Share this:

  • Twitter
  • Facebook

Like this:

Like Loading...
Previous Post

ত্রিশালে জি.এম কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Next Post

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহর সহধর্মিণী মারা গেছেন

Panda gnews

Panda gnews

Related Posts

অসুস্থ মুক্তিযোদ্ধাকে দেখতে গেলেন ইউএনও মোস্তাফিজুর রহমান
জাতীয়

অসুস্থ মুক্তিযোদ্ধাকে দেখতে গেলেন ইউএনও মোস্তাফিজুর রহমান

ফেব্রুয়ারি ২৩, ২০২১
8
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বাংলাদেশের সর্বপ্রথম লিভার ফেইলিউর ইউনিট এর শুভ উদ্বোধন
জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বাংলাদেশের সর্বপ্রথম লিভার ফেইলিউর ইউনিট এর শুভ উদ্বোধন

ফেব্রুয়ারি ১৬, ২০২১
18
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহর সহধর্মিণী মারা গেছেন
জাতীয়

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহর সহধর্মিণী মারা গেছেন

ফেব্রুয়ারি ২, ২০২১
7
জাককানইবি কর্মকর্তা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
শিক্ষা

জাককানইবি কর্মকর্তা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

জানুয়ারি ১৪, ২০২১
20
৩ নভেম্বর জেলহত্যা দিবস;বাঙালি জাতির ইতিহাসে এক বেদনা বিধুর দিন
জাতীয়

৩ নভেম্বর জেলহত্যা দিবস;বাঙালি জাতির ইতিহাসে এক বেদনা বিধুর দিন

নভেম্বর ৩, ২০২০
37
এমসি কলেজে ধর্ষণের আসামি সাইফুর ও অর্জুন রিমান্ডে
জাতীয়

এমসি কলেজে ধর্ষণের আসামি সাইফুর ও অর্জুন রিমান্ডে

সেপ্টেম্বর ২৮, ২০২০
20
Next Post
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহর সহধর্মিণী মারা গেছেন

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহর সহধর্মিণী মারা গেছেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • জনপ্রিয়
  • আলোচিত
  • সাম্প্রতিক

শ্রীবরদী পৌরসভার হাল ধরতে চান ছাত্রলীগের টাইগার

সেপ্টেম্বর ৫, ২০২০
বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নতুন সভাপতি তিতুমীর কলেজের রাকিব

বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নতুন সভাপতি তিতুমীর কলেজের রাকিব

অক্টোবর ২৭, ২০২০
বরিশাল বিশ্ববিদ্যালয় : নান্দনিক এক নির্বাচনের কারিগর

বরিশাল বিশ্ববিদ্যালয় : নান্দনিক এক নির্বাচনের কারিগর

জানুয়ারি ৩১, ২০২১
শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা

শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা

সেপ্টেম্বর ২৭, ২০২০
অসুস্থ মুক্তিযোদ্ধাকে দেখতে গেলেন ইউএনও মোস্তাফিজুর রহমান

অসুস্থ মুক্তিযোদ্ধাকে দেখতে গেলেন ইউএনও মোস্তাফিজুর রহমান

‘উপজেলা পর্যায়েও মিলবে কিডনির আধুনিক চিকিৎসা’

‘উপজেলা পর্যায়েও মিলবে কিডনির আধুনিক চিকিৎসা’

সঞ্চয়পত্র নিয়ে সিদ্ধান্ত ১৫ জুলাইয়ের পর

সঞ্চয়পত্র নিয়ে সিদ্ধান্ত ১৫ জুলাইয়ের পর

অভিনেত্রীর ২ বছরের জেল

অভিনেত্রীর ২ বছরের জেল

অসুস্থ মুক্তিযোদ্ধাকে দেখতে গেলেন ইউএনও মোস্তাফিজুর রহমান

অসুস্থ মুক্তিযোদ্ধাকে দেখতে গেলেন ইউএনও মোস্তাফিজুর রহমান

ফেব্রুয়ারি ২৩, ২০২১
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বাংলাদেশের সর্বপ্রথম লিভার ফেইলিউর ইউনিট এর শুভ উদ্বোধন

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বাংলাদেশের সর্বপ্রথম লিভার ফেইলিউর ইউনিট এর শুভ উদ্বোধন

ফেব্রুয়ারি ১৬, ২০২১
ভিত্তিহীন খবর প্রচারের শীর্ষে আল-জাজিরা

ভিত্তিহীন খবর প্রচারের শীর্ষে আল-জাজিরা

ফেব্রুয়ারি ২, ২০২১
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহর সহধর্মিণী মারা গেছেন

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহর সহধর্মিণী মারা গেছেন

ফেব্রুয়ারি ২, ২০২১
  • ফেসবুক
  • টুইটার
  • ইউটিউব

প্রকাশক: মো: আরিফুল-আল-আজাদ
বিশেষ উপদেষ্টা: মো: ইয়াকুব আলী ও জিসান আহমেদ

যোগাযোগ

১৭৭, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণী, মাহতাব সেন্টার, 
বিজয়নগর, ঢাকা ১০০০
যোগাযোগ: ০১৭১১৩৫০৩৫০, ০২৮৩৯২৪৮৭
ইমেইল: editor.grameennews@gmail.com

ফেসবুকে গ্রামীণনিউজ

© ২০২০ গ্রামীণনিউজ স্বত্ত্ব সংরক্ষিত

ওয়েবসাইট নির্মাণ সফটবিন টিম 

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • ক্যারিয়ার
  • লাইফ স্টাইল

© ২০২০ গ্রামীণনিউজ স্বত্ত্ব সংরক্ষিত
ওয়েবসাইট নির্মাণ সফটবিন টিম 

%d bloggers like this: