ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
তার মৃত্যুতে ভারতে নেমেছে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা।
অনিল কাপুর লিখেছেন, ‘সাবেক মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন দেশপ্রেমী ও ভালো নেতা। তার পরিবারের জন্য সমবেদনা ও প্রার্থনা।’
রিতেশ দেশমুখ একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাকে প্রণব মুখার্জির হাত থেকে পুরস্কার নিতে দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ মন খারাপ হয়েছে খুব। কাজের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। পরিবারের জন্য সমবেদনা।’
মাধুরী দীক্ষিত লিখেছেন, ‘একজন অসাধারণ রাষ্ট্রনায়ক ছিলেন। পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই। আপনার আত্মা শান্তি পাক।’
পুরষ্কার গ্রহণ করার ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘খবরটা মেনে নিতে পারছি না। উনি সারাজীবন আমাদের স্মৃতিতে জীবিত থাকবেন।’
করণ জোহর টুইট করেছেন, ‘আপনার আত্মার শান্তি কামনা করি স্যার। এই দেশের প্রতি আপনার নিষ্ঠা এবং সম্মানের জন্য আপনাকে স্যালুট।’
হুমা কোরেশী লিখেছেন, ‘প্রণব মুখার্জির প্রয়াণের খবরে মন খারাপ। তার পরিবার ও বন্ধুদের জানাই সমবেদনা। আত্মার শান্তিকামনা করি।’
গুরুতর অসুস্থ হয়ে গভীর কোমায় ছিলেন প্রণব মুখার্জি। করোনাভাইরাসও পজিটিভ ছিলেন তিনি। মস্তিষ্কে সার্জারির একদিন পর তার মৃত্যু হয়।
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন প্রণব মুখার্জি। তিনি ভারতের ১৩তম রাষ্ট্রপতি।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।